
প্রকাশিত: Tue, Dec 27, 2022 4:28 PM আপডেট: Wed, May 14, 2025 1:53 PM
যে কারণে ঢাকা লিট ফেস্ট বয়কটের পক্ষে নই
ব্রাত্য রাইসু: বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়কে বয়কট যেহেতু করা যাবে না, তাদের বিরুদ্ধে মামলা হইতে পারে যে কেন তারা ঢাকা লিট ফেস্টকে জনসাধারণের স্থাপনার মধ্যে জনস্বার্থবিরোধী ব্যবসা করার অনুমতি দিতেছে। ঢাকা লিট ফেস্ট অলারা টিকিটের দাম লাখ টাকাও রাখতে পারে, সেইটা যদি তারা মীনা বাজার খালি কইরা ওইখানে আয়োজন করে। কিন্তু পাবলিকের ট্যাক্সের টাকায় চলা সংস্কৃতি মন্ত্রণালয়ের স্পন্সরে, পাবলিকের বাপের সম্পত্তি বাংলা একাডেমিতে, এই কাণ্ড ঘটতে পারে না। তাই আমি ঢাকা লিট ফেস্ট বয়কটের পক্ষে না। বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়কে জিজ্ঞাসাবাদের পক্ষে।
ইন্টারনেটের এই টাইমে ঢাকা ও বিশ্বের সাহিত্য জগতে ঢাকা লিট ফেস্টের গুরুত্ব নাই। এই জিনিস ঢাকাকে ক্রমাগত সাহিত্যের মফস্বলে পরিণত করতেছে। যারা ঢাকা লিট ফেস্ট নামক এই ‘আন্তর্জাতিক সাহিত্যিকদের দাওয়াত দিয়া লইয়া আইছি’ মার্কা মফস্বলি আয়োজনরে বয়কট করতেছেন তারা এর গুরুত্ব বাড়াইতেছেন। বয়কটের সম্মান এদের দেওয়া যাবে না। তবে এই ইভেন্টের টিকেটের দাম বিষয়ক ছোটলোকি এলিটগিরির নিন্দা করতে পারেন। বেশি নিন্দা করতে পারেন বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের, তাদের আন্তর্জাতিক সাহিত্যের ছোটভাই মার্কা শিশুতোষ সারিন্দাগিরির জন্যে। লেখক: কবি। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
